আইইবি’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট এবং আইইবি, ঢাকা কেন্দ্রের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো: শাহাদাৎ হোসেন (শেলী), এফ-৩০০০, ১৩ মার্চ ২০২৪ খ্রি. স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, তিনি গত দুই মাস স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর প্রথম নামাজে জানাযা আইইবিতে সকাল ১১:০০ মিনিটে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন আইইবি’র মাননীয় প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, এমপি, প্রকৌশলী মো: নূরুল হুদা, প্রকৌশলী মো: কবির আহমেদ ভূঞা, অধ্যাপক ড. প্রকৌশলী সেকেন্দার আলী, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু প্রমুখ নেতৃবৃন্দ। তাঁর দ্বিতীয় নামাজে জানাজা মনসুরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৩ কন্যা রেখে গেছেন।
Add New Comment