সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ‘দোয়া ও মোনাজাত’

  • সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ‘দোয়া ও মোনাজাত’
  • Engr. Antu Certificate
  • WhatsApp Image 2025-08-06 at 7.23.43 PM (2)
  • Red Brick Ads
  • Mr. Nayan (Bangla)
  • প্রস্তাবকারী-বিজয়ী
  • LED_Display_002
  • 471858668_1030202279151276_7813932278570810971_n
  • মোড়ক উন্মোচন
  • AEB-Poster
  • IMG-20251114-WA0001 (2)
  • WhatsApp Image 2025-11-18 at 8.32.28 PM

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের উদ্যোগে ০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার বাদ মাগরিব সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ‘দোয়া ও মোনাজাত’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন, আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।

দোয়া মাহফিলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), এ্যাবের আহবায়ক কমিটির সদস্য প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল), আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, আইইবি, ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন এবং ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী মো. কামরুল হাসান (উজ্জ্বল) উপস্থিত ছিলেন।


এছাড়াও আইইবি’র কেন্দ্রীয় কাউন্সিল, আইইবি বিভাগীয় কমিটি, আইইবি ঢাকা কেন্দ্রের কাউন্সিল সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রকৌশলীবৃন্দ উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিলে উপস্থিত সকলে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহান রবের নিকট দোয়া করেন। 

Share :

Add New Comment

 Your Comment has been sent successfully. Thank you!   Refresh
Error: Please try again