“শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫” এর জার্সি ও ট্রাউজার উন্মোচন

  • “শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫” এর জার্সি ও ট্রাউজার উন্মোচন
  • 472194351_1030204815817689_7630582367078829431_n
  • 2dff0ab0-7261-40c4-a127-5464130b9333
  • 471858881_1030202515817919_4107385297348133074_n
  • 1735962975
  • Jersey- 3
  • 3 (2)

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতর, ঢাকা কেন্দ্র ও ইআরসি ঢাকা’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫” এর জার্সি ও ট্রাউজার উন্মোচন।
 
১৮ জানুয়ারী ২০২৫  খ্রি., শনিবার আইইবি লন টেনিস কোর্টে “শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫” এর জার্সি ও ট্রাউজার উন্মোচন করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন আইইবি'র ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোর্শেদ। 

আরও উপস্থিত ছিলেন আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী কামরুল হাসান (উজ্জ্বল), ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন সহ আইইবি সদর দফতরের সম্মানী সহকারী সাধারণ সম্পাদকবৃন্দ।

শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর আয়োজক কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে জার্সি ও ট্রাউজার উন্মোচন করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি Earthmoving Group এর ব্যবস্থাপনা পরিচালক।

Share :

Add New Comment

 Your Comment has been sent successfully. Thank you!   Refresh
Error: Please try again