আইইবি'র নির্বাহী কমিটির ৭৭৬তম সভা অনুষ্ঠিত

  • আইইবি'র নির্বাহী কমিটির ৭৭৬তম সভা অনুষ্ঠিত
  • 61st-Convetion-Certificate
  • 61 Convention Brushier (Part- 01)

১৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. আইইবি নির্বাহী কমিটির সভাকক্ষে নির্বাহী কমিটির ৭৭৬তম সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন আইইবি'র মাননীয় প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)
সভায় উপস্থিত ছিলেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, আইইবি'র সম্মানী সাধারণ সম্পাদক ও ভাইস-প্রেসিডেন্টবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচ আর ডি) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী কামরুল হাসান (উজ্জ্বল) সহ আইইবি'র সম্মানী সহকারী সাধারণ সম্পাদকবৃন্দ।
Share :

Add New Comment

 Your Comment has been sent successfully. Thank you!   Refresh
Error: Please try again