⭐️ নৌ-বিহার।।। ⭐️ নৌ-বিহার।।। ⭐️ নৌ-বিহার।।।

⭐️ নৌ-বিহার।।।   ⭐️ নৌ-বিহার।।।    ⭐️ নৌ-বিহার।।।
⭐️ নৌ-বিহার।।।   ⭐️ নৌ-বিহার।।।    ⭐️ নৌ-বিহার।।।
সম্মানিত প্রকৌশলীবৃন্দ,
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ ঢাকা কেন্দ্র আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. (সম্ভাব্য) , শুক্রবার, নৌ-বিহার- ২০২৩ আয়োজন করতে যাচ্ছে। আগ্রহী প্রকৌশলীবৃন্দকে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে বিনীত অনুরোধ করা হলো।
এখানে রেজিস্ট্রেশন করুন: https://event.iebdc.org 
নৌ-বিহারের সম্ভাব্য তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি., শুক্রবার।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.।
রেজিস্ট্রেশন ফি :
🍀 সিঙ্গেল: ৬০০/-
🍀 কাপল: ১,০০০/-
🍀 চিলড্রেন (জনপ্রতি): ৩০০/-
🍀 গেস্ট (জনপ্রতি): ৬০০/-
✅ ৫ বছর উর্দ্ধ বাচ্চাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
স্থান : ঢাকা-চাঁদপুর-ঢাকা।
যাত্রা শুরু: সদরঘাট লঞ্চ টার্মিনাল, সকাল ০৭:৩০ মিনিট।
ঢাকায় ফেরত: রাত ০৮:০০ মিনিট।
ভ্রমণে যা থাকবে:
🥗 সকালের নাস্তা: সকাল ০৮:৩০ মিনিট।
🥗 সার্বক্ষণিক বিভিন্ন বুথে চা-কফির ব্যবস্থা।
👯‍♂️ সাংস্কৃতিক পর্ব-১: সকাল ০৯:০০-১২:০০ মিনিট (প্রকৌশলী পরিবারের সদস্যবৃন্দ)।
🥗 সকালের স্ন্যাকস: সকাল ১১:০০ মিনিট (বিস্কুট, চিপস, কেক, ফ্রুটস, ঝালমুড়ি ইত্যাদি)।
🛳 দুপুরের খাবার: দুপুর ০১:৪৫ মিনিট।
👯‍♂️ সাংস্কৃতিক পর্ব-২: বিকাল ০৩:০০-০৭:০০ মিনিট (আমন্ত্রিত শিল্পীবৃন্দ)। 
🏆 হাউজি: বিকাল ০৩:০০-০৫:০০ মিনিট।
🥗 বিকালের স্ন্যাকস: বিকাল ০৪:০০ মিনিট (পিঠাপুলি, চটপটি, ফুচকা, হাওয়াই মিঠাই ইত্যাদি)।
🏆 র ্যফেল ড্র। 
তথ্য সহায়তা:
☎️আইইবি, ঢাকা কেন্দ্র: ০২-২২৩৩৮৭৮৫৫।
☎️জনাব শাহাদাৎ হোসেন হেলাল: ০১৮১৬০৩২০৯৮।
Share :

Add New Comment

 Your Comment has been sent successfully. Thank you!   Refresh
Error: Please try again