প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা-২০২৫

প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা-২০২৫
Time :
27-12-2025 07:00 PM

প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা-২০২৫

প্রধান অতিথি : প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, আইইবি ও চেয়ারম্যান, রাজউক।

বিশেষ অতিথিবৃন্দ :
প্রকৌশলী মো : খালেকুজ্জামান চৌধুরী, প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর।

প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), আইইবি।

প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকা ওয়াসা ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, আইইবি।

সভাপতি : প্রকৌশলী মো : হেলাল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, আইইবি, ঢাকা কেন্দ্র।

সঞ্চালক : প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, সম্মানী সম্পাদক, আইইবি, ঢাকা কেন্দ্র।

স্বাগত বক্তব্য : প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচ আর ডি), আইইবি, ঢাকা কেন্দ্র।

ধন্যবাদ জ্ঞাপন : প্রকৌশলী কামরুল হাসান (উজ্জ্বল), ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) , আইইবি, ঢাকা কেন্দ্র।

আয়োজনে : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ। আইইবি, ঢাকা কেন্দ্র

Share :