জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে "আলোচনা সভা ও শহীদ পরিবারবর্গকে সম্মাননা"
আইইবি, ঢাকা কেন্দ্রের উদ্যোগে ০২ আগস্ট ২০২৫, শনিবার, সকাল ১১:০০ মিনিটে আইইবি মিলনায়তনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে "আলোচনা সভা ও শহীদ পরিবারবর্গকে সম্মাননা" অনুষ্ঠান আয়োজন করা হয়।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, সাবেক মন্ত্রী ও সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও আহবায়ক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), সম্মানিত প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ ও চেয়ারম্যান, রাজউক, জনাব আমিনুল হক, আহবায়ক, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সাবেক মহাসচিব, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি এবং প্রকৌশলী আব্দুস সোবহান, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও চেয়ারম্যান, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব, ঢাকা বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, সম্মানী সম্পাদক, আইইবি, ঢাকা কেন্দ্র।
সকাল ১১:০৫ মিনিটে প্রধান অতিথি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, বিশেষ অতিথি প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন সহ বিশেষ অতিথিবৃন্দ ও আইইবি'র বিপুল সংখ্যক প্রকৌশলী সদস্যবৃন্দের শোক র্যালীতে অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান- ২০২৪ এর ডকুমেন্টারী প্রদর্শন,শহীদ পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্য ও জুলাই শহীদ পরিবারবর্গকে সম্মাননা প্রদানের মাধ্যমে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়।
এ সময় ০১-৩৬ জুলাইয়ের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে একটি ফটো গ্যালারী প্রদর্শিত হয়।