আইইবি'র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে)-২০২৫ উদযাপিত

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে)- ২০২৫ উদযাপিত।
০৭ মে ২০২৫ খ্রি:, বুধবার, সকাল ০৮.০০ মিনিটে আইইবি প্রাঙ্গনে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে)- ২০২৫ উদযাপিত হয়।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সম্মানিত প্রেসিডেন্ট ও চেয়ারম্যান, রাজউক প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইইবি সদর দফতরের নির্বাহী কমিটি, ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি, আইইবি’র কেন্দ্রীয় কাউন্সিল, আইইবি বিভাগীয় কমিটি, আইইবি মহিলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ত্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রকৌশল প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের প্রায় ৫০০ প্রকৌশলী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচ আর ডি) ও প্রকৌশলী কামরুল হাসান (উজ্জ্বল) ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) , আইইবি, ঢাকা কেন্দ্র।
সকাল ০৭:৫০ মিনিটে আইইবি সদর দফতর, ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ, আইইবি মহিলা কমিটি এবং প্রকৌশলী সদস্যবৃন্দ উপস্থিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ০৮:০০ মিনিটে জাতীয় পতাকা ও আইইবি'র পতাকা উত্তোলন করা হয়। সকাল ০৮:০৫ মিনিটে প্রকৌশলীদের সম্মিলিত অংশগ্রহণে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ০৮:১০ মিনিটে প্রকৌশলীদের সম্মিলিত অংশগ্রহণে উৎসব র্যালি আইইবি থেকে বের হয়। সকাল ০৮:৩০ মিনিটে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম কর্মসূচী শেষ হয়।