গানে আনন্দে বর্ষবরণ-১৪৩২ উদযাপিত

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের উদ্যোগে গানে আনন্দে বর্ষবরণ-১৪৩২ উদযাপিত।
০১ বৈশাখ ১৪৩২ বাং (১৪ এপ্রিল ২০২৫ খ্রি:), সোমবার, সকাল ০৭.৩০ - দুপুর ০১.৩০ মিনিট পর্যন্ত আইইবি নতুন ভবনের সম্মুখস্থ খোলা জায়গায় বর্ষবরণ- ১৪৩২ এর আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সম্মানিত প্রেসিডেন্ট ও চেয়ারম্যান, রাজউক প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইইবি সদর দফতরের নির্বাহী কমিটি, ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি, আইইবি’র কেন্দ্রীয় কাউন্সিল, আইইবি বিভাগীয় কমিটি, আইইবি মহিলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ত্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রকৌশল প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের প্রায় ৫০০ প্রকৌশলী স্বপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচ আর ডি) ও প্রকৌশলী কামরুল হাসান (উজ্জ্বল) ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) , আইইবি, ঢাকা কেন্দ্র।
সকাল ০৮:০০ মিনিটে আইইবি সদর দফতর, ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ, আইইবি মহিলা কমিটি এবং প্রকৌশলী সদস্যবৃন্দ উপস্থিত হয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ০৮:৩০ মিনিটে বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা আইইবি থেকে বের হয়। সব অশুভ শক্তিকে পরাজিত করে সত্য সুন্দর আগামীর প্রত্যাশায় নতুন বছরকে সকলে বরণ করে নেন। এরপর বৈশাখের আবহমান চিরায়ত ধারায় সকাল ০৯:০০ মিনিটে প্রকৌশলী সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারকে "পান্তা-ইলিশ" দিয়ে আপ্যায়িত করা হয়। সকাল ০৯:৩০ মিনিটে যাদুশিল্পী দম্পতি (প্রেমলাল ও লাবণ্য) এর যাদু প্রদর্শনী সবাইকে মুগ্ধ করে। সকাল ১০:০০ মিনিট থেকে কনা ও অন্যান্য স্বনামধন্য শিল্পীগণ গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ৩টি বৈশাখী দোচালা ছিল। বৈশাখী দোচালা থেকে অভ্যাগত অতিথিবৃন্দকে বৈশাখী বিভিন্ন উপহার প্রদান করা হয়। এছাড়া অতিথিবৃন্দকে আইসক্রিম, বৈশাখী পিঠাপুলি ও দেশীয় ফল দ্বারা আপ্যায়িত করা হয়।