যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আইইবি, ঢাকা কেন্দ্রের শ্রদ্ধা নিবেদন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র মাননীয় প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)- এর নেতৃত্বে ২১ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. এর মধ্যরাতে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, আইইবি'র সম্মানী সাধারণ সম্পাদক, ভাইস-প্রেসিডেন্টবৃন্দ, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচ আর ডি) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী কামরুল হাসান (উজ্জ্বল), সম্মানী সহকারী সাধারণ সম্পাদকবৃন্দ সহ আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানিত প্রকৌশলী সদস্যবৃন্দ ৷