শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান

শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান
Time :
27-01-2025 07:00 PM

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতর, ঢাকা কেন্দ্র ইআরসি ঢাকা যৌথ উদ্যোগেশীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫”- এর ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী, সমাপনী অনুষ্ঠান, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জ্বালানি বিষয়ক উপদেষ্টা দৈনিক আমার দেশ- এর সম্পাদক . প্রকৌশলী মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), সম্মানিত প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, মহাসচিব, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব এবং অধ্যাপক . প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, সম্মানী সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার।

সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, সম্মানী সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, ঢাকা কেন্দ্র।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অভ্যাগত অতিথিবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ শেষে নৈশভোজে মিলিত হন।

Share :