শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতর, ঢাকা কেন্দ্র ও ইআরসি ঢাকা’র যৌথ উদ্যোগে ১২ জানুয়ারি ২০২৫ খ্রি., সন্ধ্যা ৭:০০ মিনিটে আইইবি লন টেনিস কোটে “শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি'র সম্মানিত প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জনাব আমিনুল হক, আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, সম্মানী সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু, নির্বাহী ভাইস-চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকা এবং আইইবি, ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
টুর্নামেন্টে প্রায় ১২২ জন প্রকৌশলী খেলোয়াড় প্রতিদন্দ্বিতা করছেন। টুর্নামেন্টটি ১২-২৫ জানুয়ারি ২০২৫ খ্রি. পর্যন্ত অনুষ্ঠিত হবে।