মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা ও "রক্তস্নাত বিজয়" প্রকাশনার মোড়ক উন্মোচন
মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা ও "রক্তস্নাত বিজয়" প্রকাশনার মোড়ক উন্মোচন-
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খায়রুল কবির খোকন, যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), মাননীয় প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল-হাসান (তমাল), সম্মানী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
আলোচনা সভার শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।