প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা- ২০২৪
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, ঢাকা কেন্দ্রের উদ্যোগে ০৩ ফেব্রুয়ারী ২০২৪ খ্রি., আইইবি মিলনায়তনে প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সম্বর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আইইবি’র সম্মানিত সদস্যগণের সন্তানদের মধ্যে ২০২৩ সালে ‘এস. এস. সি’, ‘এইচ. এস. সি’, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধিত করা হয়।
প্রকৌশলী মো. আবদুস সবুর এমপি, মাননীয় প্রেসিডেন্ট, আইইবি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ অনুষ্ঠানে প্রধান অতিথি’র আসন অলংকৃত করেন।
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. নূরুজ্জামান, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ), আইইবি, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি), আইইবি, প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ, ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ), আইইবি, প্রকৌশলী কাজী খায়রুল বাশার, ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক), আইইবি।
সভাপতিত্ব করেন আইইবি, ঢাকা কেন্দ্রের মাননীয় চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী শেখ মাছুম কামাল, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি), আইইবি, ঢাকা কেন্দ্র।
ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী হাবিব আহমদ হালিম মুরাদ, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন ও পিএন্ডএসডব্লিউ), আইইবি, ঢাকা কেন্দ্র।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী মো. নজরুল ইসলাম, সম্মানী সম্পাদক, আইইবি, ঢাকা কেন্দ্র।