জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে “আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবারবর্গকে সম্মাননা” অনুষ্ঠিত হতে যাচ্ছে

সুধী,
আইইবি, ঢাকা কেন্দ্রের উদ্যোগে আগামী ০২ আগস্ট ২০২৫, শনিবার, সকাল ১১:০০ মিনিটে আইইবি মিলনায়তনে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে “আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবারবর্গকে সম্মাননা” অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, সাবেক মন্ত্রী ও সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
১. প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও আহবায়ক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
২. প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, সাবেক সংসদ সদস্য ও সাবেক মহাসচিব, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব।
৩. জনাব আমিনুল হক, আহবায়ক, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
৪. প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), সম্মানিত প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ ও চেয়ারম্যান, রাজউক।
৫. প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সাবেক মহাসচিব, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব।
৬. প্রকৌশলী আব্দুস সোবহান, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও প্রেসিডেন্ট, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব, ঢাকা বিভাগ।
সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, সম্মানী সম্পাদক, আইইবি. ঢাকা কেন্দ্র।
উক্ত অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি একান্ত কাম্য।